Currently Empty: ৳ 0.00
Application Portal
National University Research Hub & Scholarship Abroad (NURHSA) এর Campus Ambassador প্রোগ্রাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর তরুণ প্রতিভাসমূহকে স্বীকৃতি প্রদানের জন্য সর্বক্ষণ অক্লান্ত কাজ করে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের Campus Ambassador-দের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
কেন আপনার National University Research Hub & Scholarship Abroad এর “Campus Ambassadorship” প্রোগ্রামে অংশ নেওয়া উচিত?
চলুন এক নজরে জেনে নেই:
১. সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, উপস্থাপনা,লিডারশিপ সহ নেতৃত্বের মতো অসংখ্য দক্ষতা লাভ করা।
২. জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বিদেশে অধ্যয়নরত সিনিয়রদের থেকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা।
৩. বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে হাতে-কলমে প্রশিক্ষণ লাভের সুযোগ।
৪. রিসার্চারদের সাথে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা এবং ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য ফলপ্রসূ প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া।
৫. সকল Campus Ambassador-দের জন্য মেয়াদ পূর্তিতে বিশেষ সার্টিফিকেট ও প্রশংসাপত্র।
৬. National University Research Hub & Scholarship Abroad এর অফিসিয়াল পেইজ থেকে শীর্ষ পারফর্মারদের জন্য বিশেষ স্বীকৃতি ও পুরষ্কার।
৭. ভবিষ্যতে, সেরা Campus Ambassador দের জন্য থাকছে আমাদের কোর টিমে যোগদানের সুবর্ণ সুযোগ।
৮. National University Research Hub & Scholarship Abroad কর্তৃক আয়োজিত বিভিন্ন এক্সক্লুসিভ ওয়েবিনারে বিনামূল্যে অংশগ্রহণের সুবিধা।
৯. Campus Ambassador দের পরবর্তীতে ক্যাম্পাস টিম লিডার হিসেবে কাজ করার সুযোগ।
১০. শুধুমাত্র Campus Ambassador দের জন্য দক্ষতা বিকাশ অধিবেশনে অংশ নেওয়ার বিশেষ সুযোগ।
১১.এছাড়া থাকছে NURHSA Career Club এর পক্ষ থেকে সফট স্কিল এর কোর্স বিনামূল্য করার সুযোগ।
এখন চলুন দেখে আসি কারা National University Research Hub & Scholarship Abroad এর Campus Ambassadorship প্রোগ্রামে অংশ নিতে পারবে:-
১. জাতীয় বিশ্ববিদ্যালযয়ে অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে।
২. যোগাযোগ দক্ষতা ভালো থাকতে হবে।
৩. কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হবে।
৪. জ্ঞান অর্জন ও ভাগ করে নেওয়ার ইচ্ছা থাকতে হবে।
৫. যেকোনও সিধান্ত মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
৬.সবাইকে সম্মান দিতে হবে।
আপনিও কি নিজেকে দক্ষ ভাবে গড়ে তুলতে চান?
তাহলে, আর কীসের অপেক্ষা?? এখনি আবেদন করে ফেলুন আর হয়ে যান NURHSA Campus Ambassador
এখনই আবেদন করুন এবং হয়ে উঠুন আমাদের প্লাটফর্মের সদস্য৷ শুভ কামনা৷